DMCA.com Protection Status
title=""

হাজার হাজার মানুষ নিয়ে আদালতে যাওয়া আইনের প্রতি সম্মান দেখানো নয়ঃ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

104581_1বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার মামলার হাজিরা দিতে গিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, রাজধানীর বকশীবাজারের চিত্র কোনো গণতন্ত্র না। হাজার হাজার মানুষ নিয়ে আদালতে যাওয়া আদালতের প্রতি সম্মান দেখানো নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, এভাবে দেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়।


ড. মিজানুর রহমান বলেন, মানুষের জীবন বিপন্ন করে কখনও গণতন্ত্র রক্ষা করা যায় না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে। এর জন্য দেশের স্বার্থ বিপন্ন করা ষড়যন্ত্রর নীল নকশা ছাড়া আর কিছুই না।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে বেনিনে শহীদ সেনা কর্মকর্তাদের ১১তম মৃত্যুবার্ষিকী ও বিশ্ব শান্তি সেনা দিবসে ‘বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Share this post

error: Content is protected !!