DMCA.com Protection Status
title="৭

কমলাপুরে ট্রেন এবং কাভার্ড ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ট্রেনের ৩ যাত্রী নিহত,আহত ১২জন

 Kamlapur-Accident-9রাজধানীর কমলাপুরের কন্টেইনার ডিপোতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রেনের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০/১২ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেন দুপুর ১টায় আইসিডি টার্মিনালের প্রবেশ পথে এন এস সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-১১-৮৮৫০) ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে রেলের লোকজন দাবি করেছেন, কাভার্ড ভ্যানটিই ইঞ্জিনের পেছনের বগিতে আঘাত হানে। কাভার্ড ভ্যানের প্রচণ্ড ধাক্কায় ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এতে দুমড়ে-মুচড়ে গেছে বগিটি।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনিসুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর রেলমন্ত্রী মুজিবুল হক, মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

চট্টগ্রাম পোর্ট অথরিটির সিনিয়র অফিসার রমজান আলী  জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দুপুর ১টায় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরে আসছিল। ট্রেনটি শানটিং গেট দিয়ে টার্মিনালে প্রবেশের সময় বিপরীত দিকে আসা এনএস কার্গো কন্টেইনার সিগনাল অমান্য করে ওই গেটে ঢুকে পড়ে।

কমলাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রেনের ৩ যাত্রী নিহতরেলের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন  জানান, ট্রেনটি তার স্বাভাবিক গতিতেই স্টেশনে ঢুকছিল। কিন্তু কাভার্ড ভ্যানটি ট্রেনটির ইঞ্জিনের পরের বগির মাঝখানে আঘাত হানে। এতে বগিটি উল্টে যায়। ট্রেনটি চলমান থাকায় তা প্রায় ৭৫ ফুট সামনের দিকে টেনে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল থাকার কারণে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনটিতে প্রচুর যাত্রী ছিল। সেই সঙ্গে ইঞ্জিনের চারপাশেও ছিল প্রচুর যাত্রী।

এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!