DMCA.com Protection Status
title="শোকাহত

হরতালের পূর্ব রাতে গাড়িতে আগুনঃমির্জা ফখরুল সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

 MG_0107সোমবারের হরতালের আগের দিন রাজধানীতে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজধানীর পল্টন থানার এএসআই আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে সোমবার রাতে এই মামলাটি দায়ের করেন।  মামলায় ফখরুল ছাড়াও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের নাম উল্লেখসহ  ৪৩ জনকে আসামি করা হয়েছে।

পল্টন থানার এসআই জুলহাস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় পুলিশি কাজে বাধা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন রোববার বিকেলে পুরানা পল্টনে সরকারি একটি বাসে আগুন দেয়া হয়। সেদিন মিরপুরে একটি অটোরিকশায় আগুন দিলে অগ্নিদগ্ধ হন তিন যাত্রী।

Share this post

scroll to top
error: Content is protected !!