DMCA.com Protection Status
title="৭

৫ই জানুয়ারীর সমাবেশের অনুমতি চাইতে যাওয়া বিএনপি নেতাদের সাক্ষাৎ দেয়নি পুলিশ কর্মকর্তারা

dmp-bnpআগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেলেও বিএনপি নেতাদের সাক্ষাৎ দেয়নি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। তারা বিশ্ব ইজতিমার প্রস্তুতির জন্য টঙ্গীতে অবস্থান করায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বলে জানায় পুলিশ।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যায়। বাকি দুই সদস্য হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি। তারা ডিএমপিতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

ডিএমপি থেকে বের হওয়ার সময় জয়নুল আবদিন ফারুক দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘আমরা গত মাসের ২২ তারিখে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। অনুমতির বিষয়টি জানতে গত ১ জানুয়ারি ডিএমপিতে গিয়েছিলাম, আজও গেলাম। কিন্তু পুলিশ কর্মকর্তারা আমাদের সঙ্গে দেখা করেনি।’

তবে ফারুক আশা করছেন, আজকের মধ্যে তারা সমাবেশের অনুমতি পাবেন এবং ৫ জানুয়ারি সমাবেশ করা হবে।

জানা গেছে, বিএনপি ৫ জানুয়ারি রাজধানীর নয়াপল্টন, মতিঝিল শাপলা চত্বর সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। তবে অনুমতি না পেলেও তারা নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানিয়ে দিয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গণমাধ্যমে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। শান্তির জন্য, গণতন্ত্রের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপির সমাবেশ যে শান্তিপূর্ণ হবে তার দৃষ্টান্ত অতীত থেকেও পাওয়া যাবে।’

অনুমতি না পেলে বিএনপি কী করবে? জানতে চাইলে রিজভী বলেন, ‘আমরা কর্মসূচি করবো। এটি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি।’

এ বিষয়ে স্বারষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আইনশৃঙ্খলার ব্যতয় না ঘটিয়ে এবং নাশকতার আশঙ্কা না থাকলে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সময় হলে অনুমতির ব্যাপারে জানানো হবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!