DMCA.com Protection Status
title="৭

সাংবাদিকদের দায়িত্ব পালনেও ১৪৪ ধারা ভঙ্গ হচ্ছেঃ ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া

Press-Club-3সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে ১৪৪ ধারা ভঙ্গ বলে মন্তব্য করেছেন করেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘুরে দেখার এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের এই ১৪৪ ধারা যথার্থ হয়েছে। গতকাল বিএনপি-জামায়াত যেভাবে গাড়িতে আগুন দিয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে তাতে ১৪৪ ধারা জারি না করলে আরো বেশি বিশৃঙ্খলা হতো।’

‘১৪৪ ধারার অর্থ হলো- কোনো দলই জমায়েত হতে পারবে না’ এ বিষয়ে মায়ার মন্তব্যব্য জানেত চাইলে তিনি বলেন, ‘কেউই জমায়েত হয়নি। হচ্ছে না। কোথায় জমায়েত দেখলেন?’

এসময় সাংবাদিকরা প্রজন্মলীগের অবস্থান দেখালে তিনি বলন, ‘এরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে চেয়ার নিয়ে অবস্থান করছে। এরা যদি না বসতে পারে তবে আপনারা যে ১০ জন এসেছেন। এক সঙ্গে আসলেন কেন? একজন একজন করে আসতে পারতেন। আপনারা ১৭টা মিডিয়া একসঙ্গে এসেছেন। আপনারাই তো আগে ভেঙেছেন ১৪৪ ধারা।’

Share this post

scroll to top
error: Content is protected !!