বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার জনগণ থেকে সম্পূর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা মরিয়া হয়ে দমন পীড়ন শুরু করেছে বিরোধীদের ওপর।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের এক সমাবেশে তিনি একথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, ‘তারা ( সরকার) মুখে গণতন্ত্রের কথা বলে। অথচ প্রধান রাজনৈতিক দলকে সমাবেশ করতে দেয় না। বেগম জিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। অথচ সরকার তাকে
আটকে রেখেছে তার কার্যালয়ে। তাকে বের হতে দিচ্ছে না। গেটে তালা দিয়েছে।
তিনি প্রশ্ন রাখেন, যে গণতন্ত্র আমার আমার ন্যূনতম অধিকার কেড়ে নেয়, যে গণতন্ত্র রাতের আঁধারে আমার ভাইকে গুম করে সেটা কোন গণতন্ত্র?’
৫ জানুয়ারিকে সামনে রেখে পুলিশ রোববার মির্জা ফখরুল ইসলামের উত্তরার বাসায় হানা দেয়। কিন্পুতু তিনি তখন অন্যত্র ছিলেন।পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি আজ এই সমাবেশে যোগ দিয়েছেন।