সারা দেশের দৃষ্টি এখন দেশনেত্রীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ের দিকে।চলমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত উৎকন্ঠিত এবং উদ্বিগ্ন সকলে।তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কয়েকটি টিভি চ্যানেল গুলশান থেকে সরাসরি সম্প্রচার শুরু করে এবং জনগনের বিপুল দর্শনে চলছিলো এ লাইভ কাভারেজ।কিন্তু সরকারের নির্দেশে হঠাৎ করেই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার দুপুর ২টার পর থেকে প্রতিটি চ্যানেলের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
গুলশানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই গুলশান কার্যালয়ের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে জানানো হয় উপরের নির্দেশ রয়েছে, সরাসরি সম্প্রচার আপাতত বন্ধ রাখতে হবে।
উল্লেখ্য, যমুনা, সময়, ইন্ডিপেন্ডেন্ট, একাত্তর, টুয়েন্টিফোরসহ বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল গত শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সরাসরি সম্প্রচার করে আসছিল। ওইদিন থেকেই সেখানে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।