সংবাদটি পড়েছেন: 807
নাটোরে বিএনপির মিছিলে আওয়ামী লীগ গুলি চালালে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এর জের ধরে আগামীকাল মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে নাটোর বিএনপি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় বিএনপির মিছিলের জন্য প্রস্তুত হলে মোটরসাইকেলে এসে আওয়ামী লীগ কর্মীরা গুলি করে পালিয়ে যায়। এ সময় রাকিব ও রায়হান নামের দুইজন গুলিবিদ্ধ হয়।
পরে তাদেরকে নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যায়।