DMCA.com Protection Status
title=""

সমাবেশের অনুমতি চাইলে বিবেচনা করা হবে : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

01_117765কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশের অনুমতি চাইলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

 

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ মোড়ে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

আছাদুজ্জামান মিয়া বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সভা-সমাবেশ করার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বিএনপি সমাবেশ করতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিষয়টি বিবেচনা করা হবে। এটি জননিরাপত্তার বিষয়। সভা-সমাবেশের কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়লে তা করতে দেয়া হবে না।

 

ট্রাফিক সচেতনতার ব্যাপারে তিনি বলেন, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতার গুরুত্ব অপরিসীম। তিনি সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

 

Share this post

error: Content is protected !!