সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল্লাহর ভাই যুবরাজ সালমান (৭৯) নতুন বাদশাহ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটা) আবদুল্লাহর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে।
তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
আবদুল্লাহ বিন আব্দুলআজিজ বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালের ১ আগস্ট সৌদির বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
যুবরাজ সালমান সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১২ সালের জুন মাসে যুবরাজ নাইফের মৃত্যু হলে নতুন যুবরাজ হিসেবে সালমানের নাম ঘোষণা করা হয়।
আবদুল্লাহর অসুস্থতাকালে সালমান বাদশার প্রতিনিধিত্ব করেছেন।
সালমান মরহুম বাদশা আবদুল আজিজের ২৫তম সন্তান। তিনি ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।