DMCA.com Protection Status
title=""

খালেদা জিয়ার এখন পুত্রশোক নয়, রাজনীতির শোক – রাশেদ খান মেনন

1422292924.বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এতো মানুষ দগ্ধ হওয়ার পরও খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ পোড়ানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার ছোট ছেলের মৃত্যুর সংবাদ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্তনা জানাতে গিয়েছিলেন। একজন মা হিসেবে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়ার মন গলেনি। পেট্রোল বোমায় দগ্ধদের জন্য ওনার শোক হয় না। তাই খালেদার ছেলের জন্য যে শোক, সেটিও লোক দেখানো।



গতকাল (সোমবার) রাজধানীর গুলিস্তানে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির জনসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।



রাশেদ খান মেনন বলেন, দেশে এর আগেও আন্দোলন হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার সময় তখন অবরোধ প্রত্যাহার করা হতো। কিন্তু এবার খালেদা গোঁ ধরে বসে আছেন।



মন্ত্রী বলেন, খালেদা জিয়া পুত্রশোকে নয়, রাজনীতির শোকে বিহ্বল। তবে মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে পারবেন না তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!