বনানীর সামরিক কবরস্থানে আরাফাত রহমান কোকোর লাশ দাফনের অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইবরাহিম।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা নিয়ম অনুযায়ী সামরিক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। তবে দুপুর ১২টা পর্যন্ত আরাফাত রহমান কোকোর লাশ সেখানে দাফনের অনুমতি পাইনি।
জানা যায়,সেনাবাহিনীর আইন অনুসারে,সেনাবাহিনীতে চাকুরীরত কিংবা অবসরপ্রাপ্ত অফিসার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যগনের দাফন এই কবরস্থানে করা যায়।
বনানীর সামরিক কবরস্থানের তত্ত্বাবধায়ক মারুফুল ইসলাম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বলেন, আরাফাত রহমান কোকোর লাশ এখানে দাফনের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পায়নি।
সরেজমিন কবরস্থানে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কবরস্থানের গেট বন্ধ রয়েছে।