আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সব লাইনই কেটে দেয়া হবে।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী হকার্স লীগের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তিনি (খালেদা) ক্ষমতায় যাওয়ার জন্য হিংস্র ডাইনি হয়ে গেছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। শুধু খালেদা জিয়াকেই নয়, আন্দোলনের নাম করে যারা মানুষ হত্যার হুকুম দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন। তার অত্যাচারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ রাস্তায় নেমে এসেছেন। তাই খালেদা জিয়ার কার্যালয়ের শুধু বিদ্যুতের লাইন নয়, গ্যাস-পানিসহ সব লাইন কেটে দেয়া হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে হাসান মাহমুদ বলেন, ‘এর বাইরেও যারা রাজনীতির নামে সাধারণ মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করা হোক।’
সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার রাত ৩টার দিকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। তার মাত্র সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে ডিসের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়।