DMCA.com Protection Status
title="৭

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের উপর ‘গুলি’

download (27)সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভকালে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের উপর গুলি চালিয়েছে সরকার সমর্থিত সম্মিলিত আই্নজীবী সমন্বয়ক পরিষদের আইনজীবীরা। শুধু তাই নয় তাদের বিক্ষোভের মাইক নিয়ে টানাটানিও করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আবেদ রেজা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে দু’পক্ষের বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে  জানান আবেদ রেজা।

তিনি অভিযোগ করেন, বার ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতাদের বিক্ষোভ চলাকালে সম্মিলিত আইনজীবী সমন্বয়ক পরিষদের মুখোমুখি পড়ে। এতে তারা মাইক নিয়ে টানাহেঁচড়া শুরু করে। এ সময় সরকার সমর্থিত আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবীদের উপর গুলি ছুঁড়ে।

তবে গুলির অভিযোগ উঠলেও এতে কেউ হতাহত হননি।

এ ঘটনার পরপরই কোর্ট প্রাঙ্গণে পুনরায় বিক্ষোভ মিছিল করে তার প্রতিবাদ জানায় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতারা। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গতকাল সোমবার সুপ্রিমকোর্ট চত্বরে বিএনপি-জামায়াত ও আওয়ামীপন্থি আইনজীবীদের হরতালের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালনের সময় হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

Share this post

scroll to top
error: Content is protected !!