সংবাদটি পড়েছেন: 653
বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের পরিধি বাড়ছে। বুধবার ভোর ৬টা পর্যন্ত হরতাল থাকলেও চলমান হরতালের সঙ্গে নতুন করে আরো ৭২ ঘণ্টা যোগ হতে যাচ্ছে। দলের নির্ভরযোগ্য একটি সূত্র এমন ইঙ্গিত দিয়েছে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন ও ক্যাবলের পুনঃসংযোগ না দেওয়ায় এবং অব্যাহত ভাবে নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে হরতাল বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওই সূত্রটি।
এর আগে গত শুক্রবার অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রোববার থেকে ঢাকাসহ সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।
।