DMCA.com Protection Status
title="শোকাহত

‘সংকট উত্তরণে সংলাপই একমাত্র প্রেসক্রিপশান’:ডাঃ বদরুদ্দোজা চৌধুরী

b chowdhuri_60579দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপই একমাত্র প্রেসক্রিপশান বলে দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ।

 

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘চলমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

 

এসময় সাবেক এ রাষ্ট্রপতি সংকটের সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবগুলো হলো: প্রধানমন্ত্রীকে প্রথমত, উদার হতে হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীকে স্বীকার করতে হবে বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে। তৃতীয়ত, নির্দলীয় নিরেপক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা সকল দলের আলোচনা সাপেক্ষে করতে হবে তবে প্রধান দলকে প্রাধান্য দিতে হবে।

 

প্রধানমন্ত্রীর উদ্দেশে বি. চৌধুরী বলেন, জনগণের মনের কথা বুঝন, তারা হরতাল-অবরোধ চায় না, আবার দমন নিপীড়নের স্বৈরাচার সরকারও চায় না। দেশ রক্ষার শেষ সুযোগ চলে যাচ্ছে, সময় নেই রক্ষা করুন।

তিনি বলেন, আমি জানি আপনি (শেখ হাসিনা) সাহসী নারী, সাহসী বাবার মেয়ে আপনি। আমি আরো বলব, সংকট নিরসনে সাহস দরকার। সেই সাহসও আপনার আছে। তাই আপনাকেই প্রথম সংলাপের আহ্বান করতে হবে।

সংগঠনের ভারপাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন-ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুল ইসলাম, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!