কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড ঘোষণা করেছেন যে, তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
বেয়ার্ড জাতীয় সংসদে এমপিদের জানান, তিনি তার সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারকে জানিয়েছেন। তিনি বলেন, “আমি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছি এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংসদ সদস্য থেকেও পদত্যাগ করব।” তবে তিনি পরিষ্কার করেন নি কেন তিনি তার ২০ বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন।
জন বেয়ার্ডের জায়গায় কর্মসংস্থানমন্ত্রী জ্যাসন কেনেডি, যোগাযোগমন্ত্রী লিসা রাইত এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী এড ফ্যাস্টের মধ্য থেকে কোনো একজনকে নিয়োগ দেয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। জন বেয়ার্ড পদত্যাগ করলে গত এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হার্পার অত্যন্ত প্রভাবশালী দু জন মন্ত্রীকে হারাবেন। গত বছর কানাডার কেন্দ্রীয় অর্থমন্ত্রী মারা গেছেন। তার এক মাস আগে তিনি পদত্যাগ করেছিলেন। এ ধরনের দু জন মন্ত্রীকে হারিয়ে আগামী অক্টোবরের নির্বাচন মোকাবেলা করতে হবে হার্পারকে।