DMCA.com Protection Status
title=""

ডেমরা ও সোনারগাঁয়ে আওয়ামী লীগের অফিসে আগুন

fire_215517_121630

রাজধানীর ডেমরা ও সোনারগাঁয়ে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ডেমরার রানীমহলে আওয়ামী ওলামা লীগের থানা কার্যালয়ে আগুন দেয়া হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই যুবক এসে ডেমরা থানা ওলামা লীগের কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ভয় দেখানোর জন্য এই কাজটি করেছে।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে আওয়ামীলীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার জামপুর মাঝেরচর এলাকায় অবস্থিত আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড কার্যালয়ে এ আগুন দেয়া হয়। আগুনে কার্যালয়ের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন সোনারগাঁ থানার এস আই মো: ইয়াসিন মুন্সি। তিনি জানান, সোনারগাঁওয়ে আওয়ামী লীগের কোন কার্যালয়ে আগুন দেয়া কোন ঘটনা ঘটেনি।

 

Share this post

error: Content is protected !!