দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যানবাহনে বোমহামলার সময় বোমাবাজদের দেখামাত্র গুলি করার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এছাড়া চলমান সহিংস আন্দোলন দমন করতে সরকারের প্রতি কিছু পরামর্শও তুলে ধরেন তিনি।
বুধবার বিকেলে সুপ্রিমকোর্টে আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবীদের আয়োজনে এক সমাবেশে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রতিদিন চট্রগ্রাম ও উত্তরবঙ্গ থেকে ৫০/৬০টি ট্রাকে করে কাঁচামাল রাজধানীতে আনা হোক এবং এই ট্রাকগুলো ঢাকায় আসার সময় সাথে অস্ত্রধারী পুলিশ ও বিজিবি থাকবে। প্রয়োজনে সেনাবাহিনী তাদের সহযোগিতা করবে। সবজির ট্রাকগুলো রাজধানীতে আসার পথে যারা বোমা মারবে তাদেরকে দেখামাত্র সরাসরি গুলি করার জন্য সরকারকে পরামর্শ দিচ্ছি।’
একইসঙ্গে চলমান আন্দোলনে অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করতে সরকারের প্রতি পরামর্শ দেন সরকারের এই প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, ‘এ ফাণ্ড গঠন করার জন্য এমপি-মন্ত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হোক। আমার কাছে চাইলে আমি এ ফান্ডে ৫ লাখ টাকা দিবো।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি সুস্থ আছেন? এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘আমি জানতে চাই দেশের আন্দোলনে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যাচ্ছেন। তাদেরকে কি খালেদা জিয়া দেখছেন না? আপনি কি সুস্থ আছেন? খালেদার ছেলে আরাফাত রহমান কোকো বড় চোর ছিলেন। সে দেশের টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছেন। সেই চুরি করা টাকাগুলো আমি দেশে ফেরত নিয়ে এসেছি।’
মাহবুবে আলম দাবি করেন, খালেদা জিয়া দেশের মানুষের জন্য নয়, তার ছেলের জন্য আন্দোলন করছেন। চলমান আন্দোলনের সব পরিকল্পনা লন্ডন থেকে করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।