বাংলাদেশের চলমান সংঘাত ও সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরির করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পরাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ম্যারি হার্ফ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বাসে অগ্নিসংযোগ, দাহ্য পদার্থ ( পেট্রোল বোমা) নিক্ষেপ এবং ট্রেন লাইনচ্যুত করার ঘটনা কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড। আমরা কঠোর ভাষায় এ সবের নিন্দা জানাই। এসব ঘটনায় অনেক নিরপরাধ মানুষ নিহত ও আহত হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্ট সহিংসতাকে আমরা জোরালোভাবে নিন্দা জানাই। বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের কর্মকাণ্ড চালানোর কোনো যৌক্তিকতা নেই।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রত্যেক বাংলাদেশির শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের অধিকার ও সামর্থ রয়েছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’
একই সঙ্গে নেতাকর্মীদের সহিংসতা পরিহারের নির্দেশ দিতে সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি হার্ফ।