বন্ধ হয়ে গেল জনপ্রিয় টকশো ফ্রন্টলাইন। বাংলাভিশন কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অনুষ্ঠানটির উপস্থাপক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, টকশোটি বন্ধ হয়ে গেছে। তবে কী কারণে বন্ধ হয়েছে তা তিনি জানেন না।
প্রায় পাঁচ বছর ধরে সম্প্রচারিত সমসাময়িক রাজনীতিবিষয়ক টকশো ফ্রন্টলাইন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এ অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিতেন।
টেলিফোনে সাধারণ দর্শকদেরও অংশ নেয়ার সুযোগ ছিল।
বাংলাভিশন এর জনপ্রিয় টকশো 'ফ্রন্ট লাইন' বন্ধ করে দেয়া হয়েছে চ্যানেলটির মালিক বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সরাসরি নির্দেশে বলে বিস্বস্ত সূত্রে জানা গেছে।। বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মানবজমীন সম্পাদক জনাব মতিউর রহমানের উপস্থাপনার এই অনুষ্ঠানটি চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রকৃত চিত্র তুলে ধরতো যা এই সরকারের কাছে ছিলো অত্যন্ত অস্বস্তিকর।
আরও জানা গেছে এই চ্যানেলের মেগা টকশো 'গনতন্ত্র এখন' অনুষ্ঠান টিও জনাব খোকা যে কোন সময় বন্ধ করে দিতে পারেন,যা হবে প্রকৃত পক্ষ আওয়ামী সরকারেরই স্বার্থ রক্ষা করবে।