DMCA.com Protection Status
title="৭

গণতন্ত্র চর্চার উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানালেন নয়া মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন বার্নিকেট

usa1সহিংসতা বন্ধের প্রত্যাশা ব্যক্ত করে গণতন্ত্র চর্চার পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বার্নিকাট এ মন্তব্য করেন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন চায় বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধ হোক। সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকুক। মানুষের মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকুক।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দফতরে রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট সকাল ১১টা ৪০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দুই দেশের সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায়, আমরা সেই বিষয়ে আলাপ করেছি। আমাদের আলোচনায় চলমান সহিংসতাও স্থান পেয়েছে।’

বার্নিকাট বলেন, বর্তমান মর্মান্তিক (ট্রাজিক) পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। সারাদেশের চলমান সহিংসতা বন্ধে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন।

Share this post

scroll to top
error: Content is protected !!