DMCA.com Protection Status
title="৭

সাদেক হোসেন খোকার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে আদালতের নির্দেশ

khokaনির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় পলাতক থাকায় বিচারের মুখোমুখি হতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্হানরত  বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৩ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ নির্দেশ দেন। আগামী ২৯ মার্চ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়। এছাড়াও আদালত খোকাসহ তিন আসামীকে আগামী ২৯ মার্চের মধ্যে আদালতে আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছেন। উক্ত তারিখের মধ্যে আসামীরা আত্মসমর্পণ না করলে আদালত মনে করবে ইচ্ছাকৃতভাবে বিচার কাজ এড়িয়ে যাওয়ার জন্য তারা পালিয়ে আছে। তখন তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলেও আদালত জানান।

এ মামলায় খোকাসহ তিন জন মামলার শুরু থেকেই পলাতক। অপর দুই আসামী হলেন তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল। এর আগে গত বছরের ২১ অক্টোবর মামলার ২৩ আসামীর মধ্যে খোকাসহ ৯ আসামী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত। পলাতক ৯ আসামী হলেন, সাদেক হোসেন খোকা, তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নীরবসহ ৪ আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। ১০ আসামী আদালতে হাজির ছিলেন। ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষে আসামিরা পরস্পর যোগসাজসে বোমা হামলা ঘটায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানার এসআই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা করেন। গত বছরের ৭ এপ্রিল এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরবসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

Share this post

scroll to top
error: Content is protected !!