DMCA.com Protection Status
title="৭

মহানবী(স.)কে অবমাননাকারী বই প্রকাশ করায় রোদেলা প্রকাশনী বন্ধ

nabiধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রোদেলা প্রকাশনী বন্ধ করে দিয়েছে বাংলা এডাডেমি।

 

বইমেলার ১৬তম দিন সোমবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে স্টলটি বন্ধ দেখতে পাওয়া যায়। স্টলের সামনে প্রকাশনী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। স্টলটিকে বন্ধ করে দেয়ার পর সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। রোদেলা প্রকাশনীর স্টলের সামনে দায়িত্বে নিয়োজিত এক পুলিশ সদস্য জানান, বাংলা একাডেমির নির্দেশ অনুসারে দুপুর ১২টায় স্টলটি বন্ধ করে তারা সেখানে অবস্থান করছেন ।

 

এ ব্যাপারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ এর সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই প্রকাশ করার অভিযোগ পাওয়ায় স্টলটি বন্ধ করে দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, রোদেলা প্রকাশনী এবারের বইমেলায় প্রকাশ করেছে ‘নবী মুহাম্মদের (স.) ২৩ বছর’ শীর্ষক একটি বিতর্কিত বই। বইটি মেলায় প্রকাশ হওয়ার পরপরই বিভিন্ন ওলামা সংগঠন বইটি বাজেয়াপ্ত এবং এর লেখক আলীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিল।

Share this post

scroll to top
error: Content is protected !!