জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হেলাল খানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে রাজধানীর জজকোর্ট এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়েই আছেন। ১৭ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হবে বলে জানা যায়।
দৈনিক প্রথম বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
একটি সূত্রে জানা যায়, একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আদালতে হাজির করা হয়। তার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে হেলাল খানকে আটক করা হয়।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে হেলাল খান জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর সঙ্গে যুক্ত আছেন।
এর আগে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।