দৈনিক প্রথম বাংলাদেশ ডটনেট মাত্র এক বছরেই আমাদের সবার নজর কেড়েছে। অমর ২১ ফেব্রুয়ারি ২০১৫ তে বছর শেষ হলো।
এক বছরেই বিস্তৃতি লাভ করেছে পত্রিকাটি। এর কারণ, এর পেছনের কলম-কারিগরগণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করেছেন। পরিশ্রমকে অভিনবত্ব দিয়ে সাজিয়েছেন। অভিনবত্বকে দেশপ্রেম দিয়ে ভিজিয়েছেন। তাই আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মদিনে, এই পত্রিকাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
যাঁরা একটি বছর এই পত্রিকাকে একটি চারাগাছের মতো লালন-পালন করেছেন, ঝড়-তুফান থেকে বাঁচিয়ে রেখেছেন, নীল আকাশে ফানুসের মতো আকর্ষণ করে উড়িয়েছেন কিন্তু ঝড়তুফান থেকে বাঁচিয়েছেন, সেই সকল ব্যক্তিত্বগণকে, জাতীয়তাবাদী প্রাণপুরুষগণকে অভিনন্দন জানাচ্ছি।
তথ্য প্রযুক্তির যুগে, পত্রিকার অফিস কোথায় এটা গুরুত্বপূর্ণ নয়; পত্রিকা কী মাত্রার সু-ঘ্রান বিতরণ করে এটাই গুরুত্বপূর্ণ। তাই আগামী বছর তারা যেন আরও ভালো করে সেই প্রার্থনা করছি।
।
শুভেচ্ছান্তেঃ
মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
চেয়ারম্যান, বাংলাদেশ কল্যান পার্টি