DMCA.com Protection Status
title="শোকাহত

দৈনিক প্রথম বাংলাদেশের ডট নেটের ১ম বর্ষপূর্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেঃজেনারেল(অবঃ)রুহুল আলম চোধুরীর শুভেচ্ছা বানী

ruhulদৈনিক প্রথম বাংলাদেশ ডট নেটের আজ এক বছর পূর্ন হলো।

শুভজন্মদিন।

২০১৪ সালের প্রথমভাগে, ৫ই জানুয়ারীর বিতর্কিত ভোটার বিহীন নির্বাচন পরবর্তি বাংলাদেশী জাতিয়তাবাদীদের চরম দুঃসময়ে আত্মপ্রকাশ করে এই অনন্য অনলাইন দৈনিক টি।এই পত্রিকাটির জন্মলগ্ন থেকে এর সাথে জড়িত থাকতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত।

 

গত একবছরের অত্যন্ত কঠিন সময়েও নীতি ও আদর্শ থেকে একটুও বিচুৎ হয়নি দৈনিক প্রথম বাংলাদেশ এবং ভবিষ্যতেও এই স্বকিয়তা বজায় রাখবে বলে আমি আশা করি।

 

বিএনপি চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশনায়ক তারেক রহমান,বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সহ অসংখ্য পাঠকের মন জয় করে নিয়ে স্নেহধন্য হয়েছে এই পত্রিকাটি।

 

আমি  বলিষ্ট নীতিমালা এবং জাতিয়তাবাদী ভাবধারার ধারক এবং বাহক এ পত্রিকাটির সম্পাদক,কলাকুশলী এবং পাঠককূলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।

 

বাংলাদেশ জিন্দাবাদ,

শহীদ জিয়া অমর হোক,

মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী(অবঃ)

বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা  মন্ডলীর  সদস্য।

 

Share this post

scroll to top
error: Content is protected !!