ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের একটি দল বনানির একটি বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে।
বিষয়টি দৈনিক প্রথম বাংলাদেশকে নিশ্চিত করেছেন জনাব মান্নার স্ত্রী মিসেস মেহের নিগার।
জানা যায় রাত আড়াইটার দিকে সাদা পোশাকের একদল পুলিশ একটি মাইক্রোবাসে করে মান্নাকে বনানির বাসা থেকে তুলে নিয়ে গেছে । ঐ সময় তারা তারা কোন গ্রেফতারি পরওয়ানা দেখাতে পারেনি। ধারনা করা হচ্ছে এরা ডিবি পুলিশের দল ।
গতকাল গনমাধ্যমে প্রকাশিত মান্না-খোকার ভাইবার ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই জনাব মান্নাকে আটকে জোর গুজব ছড়াচ্ছিলো ঢাকার বাতাসে।বিগত কিছু দিন যাবৎ জনাব মান্নার সুস্পষ্ট সরকার বিরোধী অবস্থান,বিএনপির সাথে সমমনোভাব প্রকাশ,সংলাপের আহবান এবং সবশেষে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হবার ঘোষনা তাকে সরকার এবং স্বার্থান্বেসী মহলের চক্ষু শূলে পরিনত করে তোলে।
বিশেষ করে জনাব খোকার সাথে ভাইবার আলাপ প্রকাশ হয়ে পড়ায় তিনি ফেঁসে গেলেন অথবা তাকে ফাঁসিয়ে দেয়া হলো।