গত ১৭ই ফেব্রুয়ারী'২০১৫ তারিখে মন্ট্রিয়লের সবার পরিচিত বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিক উল্লা ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮৯ বছর।
উল্লেখ্য মরহুম রফিক সাহেব মাত্র একদিন আগে বাংলাদেশে পৌছান এবং সম্পূর্ন সুস্থ ছিলেন।তিনি ১৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে মৌলভীবাজারস্থ নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন।
জনাব রফিক উল্লা ১৮ই নভেম্বর,১৯২৬ সালে মৌলভীবাজার জেলার ৮নং কনকপূর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে জন্মগ্রহন করেন।তিনি ৬ই এপ্রিল ২০০০ সালে কানাডার মন্ট্রিয়লে আসেন।তিনি দির্ঘদিন যাবৎ মন্ট্রিয়লের শাহজালাল মসজিদ সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।মৃত্যুকালে জনাব রফিক তার সহধর্মিনী,৬ পূত্র ,৫ কন্যা,নাতি-নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম রফিকউল্লাহর পূত্র -কন্যারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন পেশায় সফলতার পরিচয় দিয়ে চলেছেন।তাঁরই পূত্র জনাব মুহিম,কানাডা বিএনপির একজন নেতা এবং বাংলাদেশ সোসাইটি অব মনট্রিয়লের সাধারন সম্পাদক।
পরিবারের সদস্যগন সকলের নিকট মরহুম রফিকউল্লার জন্য দোয়া প্রার্থী।