DMCA.com Protection Status
title=""

সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

shপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ নিয়ে চলমান যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

রোববার কক্সবাজারের রামুতে ১০ পদাতিক ডিভিশনের জন্য নবনির্মিত সেনানিবাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এর আগে  সকাল ১০টায় হেলিকপ্টারযোগে রামু পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।এসময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ১০ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান সহ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগন ।

পরে প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিসতি। প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সরকারের মন্ত্রীবর্গ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!