বাংলাদেশী বংশদ্ভূত মার্কিন নাগরিক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টেগিশনের (এফবিআই) একটি তদন্ত দল ঢাকায় এসেছে।
বুধবার চার সদস্যের এফবিআইয়ের দলটি ঢাকায় আসে। বৃহস্পতিবার তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনের নিরাপত্তামূলক স্থানে দুর্বৃত্তরা চাপাতির কোপে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান অভিজিত রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।এই হত্যা মামলার এখনও কোন সূরাহা না হলেও ইতিমধ্যেই তড়িধড়ি করে ফারাবী শফিকুর রহমান নামে একজন ব্লগার কে গ্রেফতার করেছে র্যাব এবং রিমান্ড নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানা গেছে।এখন এফবিআই এর তদন্তে কোচো খুড়তে সাপ বের হয়ে আসার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা।