বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে সিটি করপোরেশন কর্মীদের বের করে আনা ৮ বস্তা আবর্জনার তালিকা করেছে পুলিশ।
সোমবার দুপুরে কার্যালয়ের বাইরে বস্তাবন্দি এসব খালি বোতল ও আবর্জনা তল্লাশি করে পুলিশ। এসময় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উপস্থিত ছিলেন।
কার্যালয়ের পাশে ফুটপাতের ওপর রেখে দেওয়া এসব ময়লা-অবর্জনার একটি তালিকাও করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে আট বস্তা খালি পানির বোতল, প্লাস্টিকের পরিত্যক্ত খাবারের পাত্র, ব্যবহৃত খালি মশা নিধন ক্যান, কয়েকটি ভাঙা চেয়ার, পরিত্যক্ত কাগজপত্র, ফুলের টবসহ অন্য আবর্জনা।
কার্যালয় থেকে সিটি করপেরোশনের পরিচ্ছন্নকর্মীদের ডেকে এনে এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ইতোমধ্যে আদালতে এ কার্যালয় তল্লাশির নির্দেশ রয়েছে। এ কারণে কার্যালয় থেকে বের করা খালি পানির বোতল ও অন্য ময়লা-আবর্জনার বস্তা খুলে তন্ন তন্ন করে দেখা হয়েছে।
তবে এ বিষয়ে ওসি রফিক আর কোনো মন্তব্য করেননি।
বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং সূত্র জানায়, দীর্ঘদিন কার্যালয় ঘিরে রাখায় নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়নি। আজ সিটি করপোরেশনের লোকদেরকে ডেকে এনে এসব ময়লা নিয়ে যেতে বলা হয়।