যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন সিনেটের ফরেন রিলেশন কমিটির নব নিযুক্ত চেয়ারম্যান সিনেটর বব কর্কার এর সাথে বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিশেষ দূত জনাব জাহিদ এফ সরদার সাদীর এক গুরত্বপূর্ন বৈঠক অনুষ্টিত হয়।
বৈঠকে জনাব সাদী বাংলাদেশের বর্তমান কালের ভয়াবহ মানবাধিকার লংঘন এবং গনতন্ত্রহীন পরিস্থিতির বিভিন্ন প্রমান-দলিলাদী উপস্থাপন করেন।সিনেটর বব এ সব তথ্য অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং যথা শিঘ্রী বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরনে যুক্তরাষ্ট্র সিনেট বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রভূত চাপ প্রয়োগ করা হবে বলে জনাব সাদীকে নিশ্চয়তা প্রদান করেন।
মার্কিন সিনেটের অত্যন্ত প্রভাবশালী এই সিনেটর বব কর্কার আরও জানান বিগত ৩টি শুনানীর পর মার্কিন সিনেট বাংলাদেশ সরকারের প্রতি কঠোর বার্তা প্রেরন করলেও ,বাংলাদেশের গনতান্ত্রীক প্রক্রিয়া আজও ঝুলছে।তিনি এ প্রসঙ্গে স্মরন করিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র সিনেট বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের ফলে দেশটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এখনও হচ্ছে।
তিনি জনাব সাদীকে তার বিশ্বস্ত ও পুরোনো বন্ধু অবিহিত করে বলেন,নতুন পদে তার করনীয় কার্যতালিকা দীর্ঘ হলেও তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থতি উন্নয়নকে অবশ্যই অধিক গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।সিনেটর বব কর্কার বাংলাদেশ বিষয়ে যথাযথ সমাধানের লক্ষ্য সিনেট ফরেন রিলেসনস কমিটির অন্যান্য দলের সদস্যদের নিয়ে ঐক্যমত্যে পৌছাবেন এবং অচিরেই বাংলাদেশ সরকারের উপর আরও চাপ সৃষ্টির উদ্যোগ নেবেন বলে জানান।
বৈঠকের শেষ পর্যায়ে জনাব সাদী সিনেটর বব কর্কার সিনেটের ফরেন রিলেসনস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌছে দেন।প্রতিউত্তরে সিনেটর কর্কার বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তাদের সু্স্বাস্থ ও দির্ঘায়ু কামনা করেন।