আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।
সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে আইজিপি ও ডিএমপি কমিশনারের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
একেএম শহীদুল হক বলেন, আমরা পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন আগামী এপ্রিলের মধ্যেই ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করে ফেলে। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ৩০ এপ্রিলের মধ্যেই নির্বাচন হলে ভালো হয়।
নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যে পরিস্থিতি আছে তাতে তফসিল ঘোষণা করলে পরিস্থিতির আরো উন্নতি হবে। মানুষ নির্বাচনমুখী হবে। তখন জনগণই নাশকতাকারীদের রুখে দিবে।
এদিকে নির্বাচন কমিশন সচিব বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসি প্রস্তুত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একজন উচ্চ পদস্থ র্কমকর্তা বলেন,এভাবে পুলিশের আইজির পক্ষে নির্বাচন কমিশনকে দিক নির্দশনা দেয়াটা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব মোটেই ভালোভাবে নেননি এবং বিষয়টি নিয়ে তিনি সরকারের উপর মহলে কথা বলবেন বলে জানান।