পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন।
আর এ প্রশংসা সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভূমিকা পালন করেছে তার জন্য। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সন্ত্রাসকে কখোন সমর্থন করে না। সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে নিয়েছে। তবে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারটি জটিল বলে জানিয়েছেন কেরি।
মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন আইন-২০১৫ অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রীসভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।