ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সিনেটে ২৬মার্চ দিনটিকে 'বাংলাদেশ ডে'(বাংলাদেশ দিবস)ঘোষনার মহৎ প্রস্তাব টি সর্বসম্বতি ক্রমে পাশ হয়।
সিনেট ঘোষনায় বলা হয়,'২৬ মার্চ ,১৯৭১সনে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা এবং সাথে সাথে পাকিস্থানের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।দির্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্থান সেনাবাহিনীর আত্বসমর্পনের মধ্যে দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় হয় বিশ্ব মানচিত্রে।
এই ঘোষনার মাধ্যমে নিউইয়র্ক রাজ্য সিনেট বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের জনগনের প্রতি তাদের যথাযথ সন্মান প্রদর্শন করলেন।প্রস্তাব পাশের সময় সিনেট অধিবেশনে অতিথি গ্যালারীতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগন উপস্থিত ছিলেন।
এই আনন্দময় মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিশেষ দূত জনাব জাহিদ এফ সরদার সাদী বলেন,বাংলাদেশ এবং বাংলাদেশীদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের এবং সম্মানের দিন।আমি নিউইয়র্ক স্টেট সিনেটের সন্মানিত সদস্যদের প্রতি প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি'।
এই ঐতিহাসিক ঘোষনার সরাসরি ধারনকৃত ভিডিওটি পাঠকদের জন্য এখানে দেওয়া হলোঃ