জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ব্যবসায়িক প্রতিষ্ঠান মিঠাই’তে রাতের আঁধারে হামলা চালালো আওয়ামী দুষ্কৃতিকারিরা।
২৬শে মার্চ রাতে লাঠি সোটা নিয়ে মিঠাইয়ে আক্রমন করে বাইরের কাঁচ এবং বাইরের ডেকোরেশন ভেঙে দেয় তারা। প্রতিষ্ঠানের ভিতরেও ক্ষতিগ্রস্থ হয়েছে। আসিফ বলেন, ‘চুরি কিংবা ডাকাতির উদ্দেশ্যে এ আক্রমন হয়নি। মিষ্টির দোকানে কেউ চুরি করতে আসে? ব্যক্তিগত রাগ মেটানোর জন্যই এমন হীন কাজ করেছে ওরা। চোরের মত এসে হামলা করেছে। হুমকি হিসেবেই এ কাজ করেছে ওরা। তবে আমি ভয় পাই না, জানি কুকুর হাঁটুর নীচেই কামড়ায়। আর এসব হুমকি পাওয়া আমার জন্য নতুন নয়।’
তবে এই হামলা নিয়ে পুলিশে কোন রিপোর্ট করেননি শিল্পী। কারণ হিসেবে তিনি জানান, এরকম রাতের আঁধারে পালিয়ে যাওয়া চোর ছ্যাঁচড়ের বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করার মানে হয় না। আসিফ আকবরের ব্যবসায়িক পার্টনার শুভাশীষ ঘোষ মনু। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলা রেস্তোরা এবং বিক্রমপুর শশী ভান্ডারের আরেকটি কনসার্ন মিঠাই।
স্বার্থ সংশ্লিষ্ট রেশারেশি এবং ব্যক্তিগত আক্রোশের জন্যই মূলত হুমকি স্বরূপ এই হামলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় আসিফ আকবর তার ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও তিনি সংগীত জগত নিয়ে লিখেছেন, ‘এদিকে দিন যতোই যাচ্ছে, একের পর এক চোরের খনি আবিষ্কৃত হচ্ছে। DNS নামে একটি কন্টেন্ট কোম্পানী বাংলাদেশের শিল্পীদের গান বেচে দিয়েছে Believe Music নামে আরেকটি বিদেশী কোম্পানীর কাছে। হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা ।
আমাদের শিল্পীরা এখনো বোবা, কালা, আন্ধা কিংবা প্রতিবন্ধী হয়ে আঙ্গুল চুষছেন। সমস্যা নেই, আল্লাহ্’র রহমতে আমিই যথেষ্ট । সঙ্গে আছে সঙ্গীতের তারুণ্য। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কাল থেকে ফোন কোম্পানী এবং তাদের সহযোগী চোর এজেন্টদের বিরুদ্ধে আইনী কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’