শেষ পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
তবে সংশ্লিষ্টরা মনে করেন যেকোন মুল্যে পরবর্তি সেনা প্রধান লেঃ জেনারেল বেলালের ভাই আনিসুল হকের নির্বাচন নির্বিঘ্ন রাখতেই শক্তিশালী প্রার্থী জনব মিন্টুকে এই নির্বাচন থেকে দূরে রাখতে সরকার অতি সচেষ্ট রয়েছে।
সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার (০৫ এপ্রিল) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ রিট আবেদন করেন।
গত ২৯ মার্চ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
পরদিন ২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে আপিল করেন মিন্টু। শনিবার (৪ এপ্রিল) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার।