দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করা গণতন্ত্র নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নে কাজ করে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়াটা সবার একান্ত কর্তব্য।
বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে। দেশের মানুকে কিছু দেয়ার চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাজ করার সুযোগ দেয়াটা সকলের কর্তব্য।’
মন্ত্রী আরো বলেন, ‘দেশে যে গণতন্ত্র চর্চা হচ্ছে সেটা প্রকৃত গণতন্ত্র না। গণতন্ত্র মানে এই না যে যখন যা মন চায় তাই করবে, হরতাল-অবরোধ দিয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে।’
মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রেফেসর ড. মাহবুব হোসেন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সোসাইটির প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান শেলী, মো. শওকত চৌধুরী এমপি প্রমুখ।