DMCA.com Protection Status
title="শোকাহত

দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট সরকারের ঘৃনিত অপকৌশল: আসাদুজ্জামান রিপন

ripon1ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টকে অপকৌশল ও বিভ্রান্তিমূলক প্রচারণা বলে মন্তব্য করেছেন দলের মূখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।  

 

বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি । আসাদুজ্জামান রিপন বলেন, ‘ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে না। তারা সদস্য দেশের দেয়া তথ্য প্রকাশ করে। বাংলাদেশ থেকে যে তথ্য পাঠানো হয়েছে, ইন্টারপোল তা প্রকাশ করেছে মাত্র।’

 

এই রেড অ্যালার্টের বিষয়টিকে নাটক উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে সরকারের কিছু মন্ত্রীরা ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে বক্তব্য দিয়েছেন। এই রেড অ্যালার্ট তারই বহিঃপ্রকাশ। এটি সরকারের আরেকটি নাটক।’

 

আসাদুজ্জামান রিপন বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে বিএনপিকে চাপে রাখা যাবে না। সরকারের কোনো অপচেষ্টা সফল হবে না।’ তিনি বলেন, ‘তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে আছেন। তিনি পলাতক নন। তিনি এমন দেশে আছেন, যে দেশ আইনের শাসনে বিশ্বাসী। মানুষের অধিকারের প্রতি সচেতন।’

 

বিএনপির এই নেতা বলেন, ‘জয় রাজনীতিতে এসেছেন তাকে সাধুবাদ জানাই। তারেক রহমানও নানা প্রতিকূলতা পেরিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। সেটা কোনো চাপিয়ে দেয়া পদ নয়। কাউন্সিলেই নির্বাচিত হয়েছেন।’

 

তিনি বলেন, ‘তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যে নীতিবাচক প্রচারণা চালাচ্ছেন, ভবিষ্যৎ রাজনীতির জন্য তা ভাল হবে না।’ নির্বাচন কমিশনের অতীতের ব্যর্থতা দূর করে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আহবান জানিয়ে রিপন বলেন, ‘ভয়ভীতি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন না। ভোটারা যাতে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেই ব্যবস্থা করেন।’

 

তিনি অভিযোগ করে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোস্টার-লিফলেট বিভিন্ন জায়গা থেকে ছিনিয়ে নিয়ে গেছে পুলিশ। ছাত্রলীগ নেতা শিশির অস্ত্র উচিয়ে আব্বাসের কর্মীদের ভয় দেখিয়েছে। ইসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!