DMCA.com Protection Status
title="৭

রামপূরায় দেবে যাওয়া বাড়িটি যুবলীগনেতা মনিরেরঃ অবৈধ এবং নিয়মবহির্ভূত ভাবে নির্মানের অভিযোগ

Monirক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   রাজধানীর রামপুরায় ঝিলের ওপর সরকারী জায়গায় অনিরাপদভাবে নিমার্ণ করা বাড়িটি ঢাকা দক্ষিণ যুবলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

ঘটনার পর মনিরের লোকজন ভূক্তভোগীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীদের কয়েকজন।

 

এই বাড়িটির ভাড়া উত্তোলণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আরজত আলী ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি এ বাড়ির নিচতলায় পরিবার নিয়ে থাকতেন।

 

আজকে বাড়ি দেবে যাওয়ার ঘটনায় মারা গেছে আরজত আলীর মা সাজেদা বেগম (৪৫) ও মেয়ে ফারজানা (১৩)। বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই পানির নিচে দেবে যায় ডোবার উপরে অনিরাপদভাবে নির্মাণ করা বাড়িটি। বাড়িটিকে স্থানীয়রা মনিরের বাড়ি নামেই চেনে। বাড়িটিতে মোট ২০টা থাকার ঘর ছিল।

 

যেখানে নিম্ন আয়ের মানুষ কম টাকায় ভাড়া নিয়ে থাকতো। বাড়িটির নিচতলা সম্পূর্ণভাবেই পানির নিচে দেবে গেছে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

Share this post

scroll to top
error: Content is protected !!