গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে একটি বাঘ এক দর্শনার্থী যুবকের হাত কামড়ে ছিঁড়ে নিয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে।নিরাপত্তা বেস্টনী লংঘন করে বাঘকে বিরক্ত করায় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এই ঘটনাটি ঘটে। পহেলা বৈশাখের ছুটি উপলক্ষে সাফারি পার্কে তখন বেশ ভালই ভিড় ছিল। বাঘের কামড়ে যে যুবক তার হাত খুইয়েছেন তার নাম অঙ্কন (২৬) বলে জানা গেছে।
সাফারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দুপুরের দিকে ওই যুবক টাইগার জোনের রেস্তোরাঁর পাশের দেওয়ালে উঠে দূরের একটি বাঘকে হাত নেড়ে ডাকার চেষ্টা করছিল। কিন্তু তখনই দেওয়ালের ঠিক পাশে থাকা অন্য একটি বাঘ আচম্বিতে তার বাঁ হাত কামড়ে ধরে, যে বাঘটিকে সে সম্ভবত আগে খেয়ালই করেননি।
আশেপাশে উপস্থিত অন্য দর্শনার্থীরা তখন প্রাণপণে ওই যুবককে টেনে ধরে। বাঘে-মানুষে ধস্তাধস্তির এক পর্যায়ে বাঘটি কনুই থেকে অঙ্কনের হাত ছিঁড়ে নিয়ে চলে যায়, ওই জায়গাটি রক্তে ভেসে যায়।
সাফারি পার্কের দর্শনার্থী ও কর্মকর্তারাই এরপর অঙ্কনকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন।