২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমীর নেতৃত্বাধীন পাঁচ নেতা। আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মূলত আলোচনা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবনে প্রায় এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক ও বিএনপি সূত্র জানায়, আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খালেদা জিয়ার সাথে আলাপ-আলোচনা করেছেন হেফাজত নেতারা। বিএনপি চেয়ারপার্সন সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার ব্যাপারে হেফাজত নেতাদের সাথে কথা বলেন।
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস খালেদার বাসভবনে গিয়ে তার সাথে বৈঠক করেন।