DMCA.com Protection Status
title="শোকাহত

নির্বাচনে সেনা মোতায়েনের কোনো দরকার নেই:র‍্যাব এডিজি কর্নেল জিয়াউল আহসান

rabর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো দরকার নেই।

 

তিনি বলেন, সেনাবাহিনীকে মানুষ নামেই ভয় পায় আর র‌্যাবকে কাজে ভয় পায়। জ্বালাও পোড়াও দমন করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দেন তিনি।

 

রবিবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কর্নেল জিয়া। বিএনপিসহ বেশিরভাগ দল সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছে।

 

সুশাসনের জন্য নাগরিক-সুজনও বেশ কিছুদিন ধরেই একই দাবি জানিয়ে আসছে। সরকারি দল, বিরোধী দল বা বিএনপি- যে দলের সমর্থিত প্রার্থীই হোক না কেন, নির্বাচনে কেউ গণ্ডগোল করলেই ধরা খাবে, বলেন কর্নেল জিয়াউল আহসান।

 

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে মন্তব্য করে তিনি বলেন, পরিস্থিতি ভালোই আছে। যারা জ্বালাও-পোড়াও করে, পেট্রোলবোমা নিক্ষেপ করে তাদের নিয়ন্ত্রণ করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!