DMCA.com Protection Status
title="৭

খালেদা জিয়ার উপর হামলা হত্যা প্রচেষ্টা নয়ঃ শেখ হাসিনার পূত্র জয়

joy2সম্প্রতি বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাগুলোকে বিএনপি হত্যা চেষ্টা হিসেবে আখ্যা দিলেও এগুলো হত্যা চেষ্টা ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

 

বুধবার রাতে নিজের ফেসবুক ফ্যান পেইজে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন সজীব ওয়াজেদ জয়।

 

জয়ের স্ট্যাটাসটি ছিল এই রকম- এটা খুবই দুর্ভাগ্যজনক যে মানুষ আবারও পাথর এবং লাঠি নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। এই ঘটনাগুলোতে আসলে আওয়ামী লীগের তেমন কিছু করার নেই। দেশের মানুষ, বিশেষ করে ঢাকার মানুষ গত তিন মাসে বাস এবং গণপরিবহনে বিএনপির দ্বারা অগ্নিসংযোগের শিকার হয়েছেন। বিএনপি ১৬০ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, বহু মানুষ আহত হয়ে এখনো হাসপাতালে শুয়ে আছেন। ক্ষোভটা সহজেই বোধগম্য। এর মধ্যে আমরা দেখেছি, কিছু পন্ডিতের উদয় হয়েছে যারা এসব ঘটনার সাথে ২১ আগস্টে আমার মায়ের ওপর গ্রেনেড হামলার ঘটনার তুলনা করে দুই দলকেই দায়ী করছেন। এমনকি বিএনপি এগুলোকে হত্যা প্রচেষ্টা বলছে। পাথর এবং লাঠি দিয়ে এটা কী ধরনের বোকাসুলভ হত্যা প্রচেষ্টা? এগুলো হত্যা প্রচেষ্টা নয়।

 

স্ট্যাটাসটির নিচে ২১ আগস্টের গ্রেনেড হামলার দুটি ভিডিওর লিংকও পোষ্ট করেছেন সজীব ওয়াজেদ জয়।

Share this post

scroll to top
error: Content is protected !!