DMCA.com Protection Status
title=""

জনগনকে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

european-unionআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তার অনুকূল পরিবেশ তৈরিতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

 

শুক্রবার ইইউর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভোটারদের অবশ্যই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’ বাংলাদেশে আবারো সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে ইউরোপের ২৮ দেশের এই জোট।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর সরকারি দলের অব্যাহত হামলার পরপরই ইইউ’র এ বিবৃতি এলো।

 

গত সপ্তাহে নির্বাচনী প্রচারণাকালে কয়েক দফায় খালেদা জিয়ার ওপর হামলা হয়, যার জন্য ক্ষমতাসীনদের দায়ী করছে বিএনপি।

 

ইউরোপীয় ইউনিয়নের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরির জন্য পদক্ষেপ প্রত্যাশা করছি।’ ‘বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে সব রাজনৈতিক পক্ষের সহিংসতার অবসান ও উত্তেজনা প্রশমনে সুনির্দিষ্ট পদক্ষেপের পাশাপাশি গঠনমূলক আচরণ করা উচিত,’ যোগ করা হয় বিবৃতিতে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!