সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দেয়ার ৪০ মিনিটের মধ্যেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার বিপুল সংখ্যক পুলিশে মোতায়েন করা হয়েছে। দুপুর ১টা ১০ মিনিটের দিকে একটি জলকামানও কার্যালয়ের সামনে এনে রাখা হয়েছে।
এরআগে ভোটে কারচুপির অভিযোগ এনে দুপুর সাড়ে ১২টায় সিটি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেয় বিএনপি। তারও ঘণ্টাখানেক আগে চট্টগ্রামে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে প্রায় তিন মাস তীব্র রাজনৈতিক উত্তাপে টালামাটাল ঠিল বাংলাদেশ। সিটি নির্বাচনের হাওয়ায় ওই উত্তাপ কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সরকার পতনের আন্দোলনে নামলেও পরে সিটি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে হরতালের কর্মসূচি থেকে সরে আসে বিএনপি। তবে কারচুপির অভিযোগে সেই নির্বাচন এখন বর্জন করলো বিএনপি।সরকার সিটি কর্পোরেশন নির্বাচন কে সামনে রেখে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নিল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।