ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলের আংশিক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।বুধবার রাতে এঘটনা ঘটে।
জানা যায়,বিএনপি আমলে এই সুদৃশ্য সমাধীস্থল রক্ষনাবেক্ষন এবং নিরাপত্তা বিধানে সার্বক্ষনিক আনসার ও পুলিশ নিয়োজিত থাকলেও আওয়ামী সরকারের আমলে পুলিশ এং আনসার প্রত্যাহার করে নেয়া হলে সমাধীস্থল হয়ে পড়ে অরক্ষিত।অবিলম্বে বিএনপির পক্ষ থেকে দলের প্রতিস্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের নিরাপত্তার দায়ীত্ব কোন স্বনামধন্য বেসরকারী নিরাপত্তা প্রতিষ্ঠানকে দেয়া দরকার বলে বিএনপির কর্মী সমর্থকরা মনে করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জিয়াউর রহমানের সমাধীস্থলের পাশের গোল চত্বরের ৯টি প্লেট ভেঙ্গে ফেলা হয়েছে।
এরমধ্যে ৪টি প্লেট দুর্বৃত্তরা নিয়ে গেছে এবং ৫টি প্লেট ভেঙ্গে ফেলে গেছে।
মাজারের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, তিনি সকাল ৬টায় এসে দেখেন প্লেটগুলো ভাঙ্গা। রাতে কে বা কারা এ ঘটনা ঘটাই গেছে তিনি তা বলতে পারছেন না।