DMCA.com Protection Status
title=""

নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করার কোনো অধিকার নেই বিদেশিদের:এইচ টি ইমাম

imamসফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমানের বক্তব্যের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগ করার কোন অধিকার নেই বিদেশি বন্ধুদের। আমেরিকার সাম্প্রতিক দাঙ্গার রেশ ধরে, আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শও দেন তিনি।
 
বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
 
তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিঘ্ন ঘটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সেই সঙ্গে প্রশ্ন তোলেন মার্কিন দূতাবাসের কিছু পলিটিক্যাল অফিসারের রাজনৈতিক পরিচয় নিয়েও।
 
এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশে চলছে সমালোচনার ঝড়। ব্যাপক কারচুপি আর ভোট জালিয়াতির অভিযোগে ভোটের দিনে মাঝপথে বর্জন করে বিএনপি।
 
সবশেষ, ওই নির্বাচনে অনিয়ম আর সহিংসতায় উদ্বেগ জানালেন ঢাকা সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমান। যার কড়া জবাব দিলেন এইচ টি ইমাম।
 
তিনি অভিযোগ করেন, মার্কিন রাষ্ট্রদূতের কেন্দ্র পরিদর্শনের সময় ভোটগ্রহণ বিঘ্নিত হয় চরম ভাবে। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এ বিষয়ে সজাগ থাকা উচিৎ ছিল মার্সিয়া ব্লুম বার্নিকাটের।
 
ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার আগে আরো সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।

Share this post

error: Content is protected !!