মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পর্নোগ্রাফি ও অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১০ মে) বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেন।
সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি আদালত রুলও জারি করেছেন। রুলে অশ্লীল পনোর্গ্রাফি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুকসহ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও, ছবি, বক্তব্য ছড়িয়ে পড়ছে।কিছু অসাধু লোক এ কাজ করছে। এটা বন্ধে গত ২৬ এপ্রিল জনস্বার্থে এ রিট দায়ের করা হয়েছে।